কথা কাব্য সিরিজ-১০৬-১১০
- ফয়েজ উল্লাহ রবি
বৃষ্টির টাপুর-টুপুর ধ্বনি শোনে, কাটে বেলা আনন্দে জানি,
কবে যে শোনবো সেই বৃষ্টির সুর, শুধু অপেক্ষার প্রহর গুনি।
মানুষ বদলে গেছে, বদলেছে তার ধরণ
সস্তা আজি মনুষ্যত্ব করে মৃত্যু-বরণ।
সবার তরে সবাই মোরা সৃষ্টি সবাই এক রবের
সকল উৎসবে সবাই সরিক, ঈদের খুশি সবের।
যেই করুক ক্ষতি নিশ্চয় হবে তার ইতি
সব দেখে, সব জানে সেই ঈশ্বর জগৎ পতি।
দিন বদলের পালায়, সময়ের স্রোতে বদলায় সব
থেকে যায় স্মৃতি হয়ে, মাঝে মাঝে করে কলরব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।