কথা কাব্য সিরিজ-১১১-১১৫
- ফয়েজ উল্লাহ রবি

একটু আলোর খুঁজে সদা চলি দূর থেকে দূরে-
কোন কাননে আলোর প্রদীপ, কোন অচিন পুরে।

আছ মিশে তুমি এই অন্তর জুড়ে তুমি হীন থাকি আমি শূন্য পড়ে।
তোমায় ঘিরে আমার পৃথিবী তুমিই প্রিয় সেই সেই মানবী।

প্রেমের হয় না মৃত্যু
দিন কিবা রাত, যদি না দেয় ভালবাসা সাথ
বুলেটে নয়, দুঃখের আঘাতে প্রেমিক কুপোকাত।

যদিও না হয় দেখা, কথা কোন দিন
হয় না বিলীন ভালবাসার এই ঋণ।

পাখির মতো বাসা বেঁধেছি গাছে রাখবে পাশে, থাকবে তুমি কাছে,
তুমি-আমি যাবো এক মনে মিলে সুখের স্বর্গ সাজাবো তোমায় পেলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।