কথা কাব্য সিরিজ-১২১-১২৫
- ফয়েজ উল্লাহ রবি

নিষ্ঠুর এই পৃথিবী মানুষ বড় একা ভাল মানুষের সহজে মেলেনা দেখা।
মনুষ্যত্ব কোন জাদুঘরে আছে রাখা অধীর আগ্রহে মানবতা অপেক্ষায় থাকা।

একটু শব্দেই, ভাবনায় আসে তুই বুঝি এলি
কি করে কষ্টের সাগরে আমায় ভাসালি।।

এই যেন নিষ্ঠুর হৃদয়ে হাসির অভিনয়
অসহায় জিম্মির শোনেনি এতোটুকু অনুনয়।

বুক ফেঁটে কান্নারা করে চিৎকার মানবতা আঁধারে
যেন হাতরে বেড়ায় উচিৎ শিক্ষা দিতাম ওদের যদি পেতাম বাগে।

সুন্দর তুমি সুন্দর তোমার মুখশ্রী ভালই লাগে যখন তোল সেলফি
তাই বলে কি রোজ সব পোষ্টে অযথায় অকারণে দাও সেই ছবিটি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।