কথা কাব্য সিরিজ-১৩১-১৩৫
- ফয়েজ উল্লাহ রবি

উৎসব ফিরনী-পায়েস বিরিয়ানি কতো আয়োজন
শোক কি ? জানে শুধু। যে মরেছে তার স্বজন।

যে দিয়েছে দুঃখ তোমায়, সেই কি আছে সুখে ?
কী কারণে কাঁদছো তুমি, অযথায় আছ শোকে।

বানের জলে হাতি এলো, মিডিয়া লাইভ দেখাতে ব্যস্ত
হায়রে কপাল, লাখ টাকার হাতি মরে মাথা এখন ন্যস্ত।

একা এসেছ ভবে যাবে একা সঙ্গে নিবে কি
কিছুটা না হয় রেখ যাও অন্যের জন্য ঘি।

জীবন চলার পথে অনেকটা পথ পাড়ি দিয়ে-
একাকী কাঁদে মন, হারানো দিনের স্মৃতি মনে করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।