কথা কাব্য সিরিজ-১৩৬-১৪০
- ফয়েজ উল্লাহ রবি
সবাই কি আর সুখি হয়? কারও মনে দুঃখের নদী একা তুমি নয়
আগ্নেগির বুকে, তবু হাসি-খুশি সুখের আবেশে জীবন আনন্দময়।
মনে পড়ে কি ? সেই সময়ের, সেই দিনগুলোর কর্ম ফাঁকে
হারানো দিনের স্রোতে হারিয়ে গেছে অচেনা কোন বাঁকে।
সেই দিন গুলো যাবে না ভুলা, মনের মাঝে গেঁথে রয়
যতোই হয়ে যাই না বড়, ছোট বেলার স্মৃতি হারাবার নয়।
কর্মে যতোই কান্তি আনে, তবু মনে নেই কোন ক্ষোভ
প্রবাসীর প্রিয়জনের সাথে দেখা হতে মনে জাগে লোভ,
আর কতো কাল কাটবে জীবন এমন করে প্রবাসীর,
অপেক্ষা যে সয়না আর কখন পাবে ফিরে নীড়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।