ভুলো আমায়
- শাহরিয়ার মোঃ রায়হান

নির্ঘুম কোন মাঝরাতে
একাকী বসে যদি কান্না আসে
দৃষ্টিমেলে দেখ ঐ আকাশে
আমার ছবি তারাদের মাঝে।

বিষন্ন মনে ক্লান্ত দুপুরে
যদি দুর্ভাবনার ক্লান্তি চাপে
দিয়ো হাত বাড়িয়ে ঐ মেঘলা আকাশে
ঝরাবো বৃষ্টি আমি ভালোবাসা হয়ে

যদি স্মৃতিগুলো যায় ঝাপসা হয়ে
নতূন সূর বাজে মনের ঘরে
আবদ্ধসব দুঃখগুলো মুছে
নিয়ো নতুন ফোঁটা ফুল মুচকি হেসে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৬-০৮-২০১৬ ২১:০৫ মিঃ

ভাই চেষ্টা করবো।

১৬-০৮-২০১৬ ১৮:৫১ মিঃ

ভালই তবে ভাবটা আরেকটু গম্ভীর হলে সেই হত