বিবাহ বার্ষিকী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১১-২০২৪

আজকের এই দিনে, একটি বছর আগে,
আঁধার ঘরে আলো জ্বেলে, ভালবাসা অনুরাগে।
ছেড়ে এলে ঐ রক্তের বাঁধন, আত্ম বিশ্বাস নিয়ে,
হবে তুমি সুখের রাণী, শুধুই আমাকে পেয়ে।
সাজাবে এই জীবন সংসার, মনের মত করে,
সুখের স্বর্গ করিবে রচন, আমার হাতটি ধরে।
জানিনা আমি কি দিয়েছি, কি পেয়েছ তুমি,
ইচ্ছার ব্যথা দেইনিক কভু, জানে ঐ অন্তর্যামী।
যদি কোন ভুল, বেদনার ফুল, ব্যথা হয়ে ওঠে বাঁশি,
দাও সব মুছে, নাও সব বুঝে, সব ছিল মিছামিছি।
ছিলাম মোরা চির অচেনা, অজানা দু’টি প্রাণ,
আজকে তুমি এই সত্তা জুড়ে, হৃদয়ের আধেক খান।
কামনা-বাসনা, মোহ-মন্থন, উভয়-উভয়কে ঘিরে,
শত সুখে-দুঃখে আছি মোরা, একি বাঁধা প্রেম নীড়ে।
এসো আজ মোরা প্রতিজ্ঞা করি, বুঝিবনা কভু ভুল,
কাঁটার বুকেই ফোটে আছে, সদ্য ফোঁটা গোলাপ ফুল।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।