ভুল
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

বধূ, বৃথা বুঝিওনা ভুল,
ব্যথার বাঁশি বাঁজায় বুলবুল।
বসন্ত বাতাসে বিরহ বয়,
বেদনার বারি বর্ষণে বিচ্ছেদের ভয়।
বড় বিষ ব্যথা বুকের ভিতর,
বোবা ভাষার বিষণ্ণতা বজ্র বরাবর।
ভুলের বশে ভেঙ্গোনা, বেহেশত বাগান,
ভুল ভাঙ্গিয়া বাঁধো ভালবাসার বান।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।