কথা কাব্য সিরিজ-১৪৬-১৫০
- ফয়েজ উল্লাহ রবি
ভাল মন্দ মিলেই জীবন যেমন সাদা-কালো,
আপসোস থাকবে মনে মন্দের চেয়ে কম কেন ভাল।
শত ব্যস্ততা নানা আয়োজন কভু যদি মিলে একটু অবসর
গল্প গানে কাব্য প্রেমে, জমিয়ে দেই -- ভালবাসার আসর।
দিন বদলের ইঁদুর দৌড়ে, আমি কি একাই রইলাম পিছে ?
ভুল পথে হাঁটেছি কি ? কচ্ছপ হয়ে চলা এই কি ছিলে মিছে।
আগের জন্মে তুমি-আমি ছিলাম পাশা-পাশি
এতোটা কাল লেগেছে ফের আসতে কাছা-কাছি।
লোভের মোহে অন্ধ মানুষ, দেখে না উপরে উঠার সিঁড়ি
নীচের পানে চেয়ে থাকে, আঁধার করে মনের বাড়ি।
.
মঙ্গলবার- ১ ভাদ্র ১৪২৩, ১৬ আগস্ট ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।