কথা কাব্য সিরিজ-১৫১-১৫৫
- ফয়েজ উল্লাহ রবি

চাঁদ সুন্দর--- সুন্দর তার হাসি
জ্যোৎস্না আছে তাই ভালবাসি।

ধীরে ধীরে পতাকার রং হচ্ছে কী ফিকে ?
হতাশ কি শিল্পী ? বাংলার মানচিত্র এঁকে।

একদিন ঠিকই চলে যাব চেড়ে সব মায়া,
পৃথিবী ভুলে যাবে, রবে পড়ে শূন্য কায়া।

কি মোহে কিসের লোভে হারাও মনুষ্যত্ব
--- এই পৃথিবী তোমার জন্য নয় অমিত।

ধরণীর জমিনে বৃষ্টি পরে- মনের জমিন ভিজে যেন,
চোখের জলে প্লাবন হলেও বন্যা দেখা যায় না কেন ?

.
বৃহস্পতিবার ১০ ভাদ্র ১৪২৩, ২৫ আগস্ট ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।