কথা কাব্য সিরিজ-১৫৬-১৬০
- ফয়েজ উল্লাহ রবি
দিনের শেষে রাত, রাতের শেষের আবার দিন
এই ভাবে কি বাড়ছে বল, এই জীবনের ঋণ।
মানুষ নেই আজ সেই মানুষের বেশে
মানুষ নামের জানোয়ারে বদলেছে।
সেই তোমার জন্যই যেন আমার পৃথিবীতে আসা-
তোমাতেই জীবন মরণ, তুমিই আমার ভালবাসা।
আমার জমিন আমার ঘর ভাঙ্গতে এলিরে তুই হয়ে পর,
সুন্দরবন আল্লাহ্ দেয়া শ্রেষ্ঠ ধন ধ্বংস হতে দেবেনা বাঙ্গালী কর পণ।
সুন্দরবন নিয়ে যতোই করো প্রতিবাদ, শেষে পাবে শুধুই অবসাদ
পেটে জমেছে ওদের ঘুষের টাকা, বদ হজমের পাবে না আভাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।