স্বাধীনতা মানে কি ?
- সৌম্যকান্তি চক্রবর্তী
স্বাধীনতা মানে কি ?
নিজেরাই জানি কি ?
আমার এই দেশটাকে
আমি আপন মানি কি ?
একদিন শুধু জয়হিন্দ,
বাকি দিনগুলো শুধুই নকল করি ,
বিদেশী ভাষা বিদেশী গানেই
নিজেকে ধন্য মনে করি ,
ভুলে যাই সেই প্রাণ বলিদান,
ভুলে যাই সেই আত্মত্যাগ,
পাশ্চাত্যের অনুকরণে
দিয়ে দিই মনপ্রাণ ।
অনুকরণে ও উন্নতি হয়
হয় যদি যথাযথ,
সততা আর দেশানুরাগে
তাদের উন্নতি এত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।