অগ্নি ঋষি বীর বাঁশি
- সাইফ রুদাদ - আহ্বান
অগ্নি ঋষি অগ্নি ঋষি
আবার তুমি সাজো,
বীর বাঁশি বীর বাঁশি
আবার তুমি বাজো।
ওই দেখো উঁচু অসি
আজও চারি ধারে,
ওই দেখো জঙ্গি বাঁশি
আজও প্রাণ কাড়ে।
অগ্নি ঋষি নিচু মসি
আজও কেন ওরে?
বীর বাঁশি যারে নাশী
একাত্তুরের জোরে।
০৪ আগষ্ট ২০১৬ খ্রি.
তালুকদার বাড়ি, রাজগঞ্চ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।