ওরা কারা?
- নাহিদ সরদার

ওরা কারা?
মো: নাহিদ সরদার
ভুম,
অতঃপর রক্তে আঁকা এক মানচিত্র
সেই সাথে উড়ে যাওয়া কয়েকটা হাত,
সদ্য গড়ায়ে পড়া ঘিলু,
হৃৎপিণ্ড ও অসংখ্য পবিত্র লাশ মৃত্তিকায়,
আর উপরে আল্লাহ,
মাঝখানে ধর্ম এবং একে বারে
নিচে বীভৎস লাশের মিছিল মানুষের
তাহলে ওরা কারা?
০৩/০৮/২০১৬ ইং, বুধবার, দুপুর : ৩:৪১মি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।