একটা কবিতা লেখ
- নাহিদ সরদার

একটা কবিতা লেখ
মো : নাহিদ সরদার
পাড়ার ক্লাবগুলো থেকে
প্রতিনিয়ত গাজার ধোঁয়া ওড়ে
আবুল মাস্টার প্রতিদিন
ঐ ক্লাবের পাশ দিয়ে মানুষ গড়তে যায়।
বুদ্ধিজীবীরা প্রতিদিন বলে
সমাজ বদলাও সমাজ বদলাতে হবে
আর কবির কলম সেতো চাঁদ আর জ্যোৎস্না
কবেই অপহরণ করে নিয়েছে।
কেউ একজন বলেছিল,
যার মনে কবিতা আছে প্রেম আছে
সে বিগড়ায় না
তাই বলি, একটা কবিতা লেখ যুবক।
৩০/০৭/২০১৬ ইং
শনিবার,সকাল,৯:৩০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।