পটভূমি পরিবর্তন
- সৌম্যকান্তি চক্রবর্তী
নীরবতার দুর্ভেদ্য প্রাচীর অতিক্রম করে ,
কোলাহলের মাঝে জীবন পৌঁছে যায় ;
আর আশ্চর্য লাগে ক্ষণিকের তরে ,
এই আনন্দ কি স্থায়ী , বিস্ময় জাগে ;
অনন্তকাল ধরে একা একা বৈঠা বেয়ে চলা ,
স্রোতের মুখে , দুর্যোগের সময় নির্লিপ্ত থেকেছি ,
আজ যাত্রী সওয়ার জীবন তরণীতে ,
আনন্দে তাই স্রোত কাটিয়ে হাসি ঝরিয়েছি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।