জড়বৎ
- সৌম্যকান্তি চক্রবর্তী
কেমন জড়বৎ হয়ে গিয়েছি ,
কোনো কিছুই ভালো লাগে না ;
কারো সাথেই সম্পর্ক নেই ,
ফুল , তারা , সূর্য , প্রকৃতি
আর লেখার অক্সিজেন জোগাচ্ছে না ,
আজকাল গানও শুনি না,
চাকরি করে নিষ্ঠুর কর্তব্য পালন করি ,
মনে হয় আমি শেষ হয়ে যাচ্ছি,
কিংবা আমার কিছু শেষ হয়ে যাচ্ছে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।