ইদানীং যাপিত জীবন
- অনির্বাণ মিত্র চৌধুরী
ইদানীং ফেসবুকে চ্যাটিং কিংবা টুইটিং
তেমন একটা আর হয় না
বন্ধুদের সাথে বিরামহীন ফোনালাপ
খুব একটা আর জমে না।
শীর্ষেন্দু, সুনীল কিংবা সমরেশ- এ
তেমন আর মন বসে না
নিরালায় বসে মিউজিক প্লেয়ারে গান
কিংবা এফএম শোনাও হয় না।
দিনগুলো সব কেমন জানি বদলে যাচ্ছে,
পাল্টে যাচ্ছে চিন্তাধারাগুলোই।
নিজেকে নিজেই ভাঙছি বারংবার,
ঠিকমত গড়তে পারছি আর কই?
নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছি
রাত কি দিন – অবিরত
পাওয়া না-পাওয়ার দুঃখ-শোকে
বাড়ছে হৃদয়ে ক্ষত।
বইগুলো টেবিলে অগোছালো পড়ে থাকে,
লেখা হয় না গান কিংবা কবিতা
আড্ডামুখর দিনগুলো কবেই হারিয়ে গেছে;
চারিদিকে এখন শুধুই নিস্তব্ধতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।