রবিঠাকুরকে শ্রদ্ধা
- সৌম্যকান্তি চক্রবর্তী

দুঃখে সুখে আনন্দে ,
বাঙালির হৃৎস্পন্দে ;
ভক্তিতে , প্রেমে , বিরহে
দেশবন্দনার আবহে ,
বন্ধুবৎ প্রাণে আজো ;
সদাই তুমি বিরাজো ,
ওহে রবিকবি ,
তুমি নও ছবি ;
তুমি তো আমার হৃদয়ে ,
আকাশের নীলিমায় তুমি নীল ,
তোমার কবিতায় তুমি অন্তমিল ;
বনের শ্যামলে তুমি শ্যামল সবুজ ,
হৃদয়দুয়ারে তুমি স্মৃতির মিছিল ;


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।