নিস্তব্ধ নিশীথ
- সৌম্যকান্তি চক্রবর্তী
নিশীথের নিস্তব্ধ শিথিলতায়
তারারা রাতের তীরে বিলীন ,
লিখেছি ছিমছাম মলিনতা ;
লজ্জার জাল লতিয়ে ফেলে
তোমায় ; মাথায় তাই রেখেছ
অবগুণ্ঠন , যামিনী নিভুনিভু
প্রদীপের শিখার নেভার প্রতীক্ষারত,
রাত পোহালেই নতুন দিনের বারতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।