আত্মজিজ্ঞাসা ১
- অনির্বাণ মিত্র চৌধুরী

আমি নাকি বদলে গেছি, আগের মতন নেই
আমি কী তবে হারিয়েছি জীবন নদীর খেই?
আয়নাটাকে প্রশ্ন করি, "এই আমি কি সে-ই?"
মুচকি হেসে আয়না বলে, "তুমি আগের মতো নেই।
দাঁড়ি-গোঁফে উঠছে ভরে তোমার কোমল মুখ
নিত্য নতুন ফ্যাশনেতে অন্য রকম সুখ।
বেড়ে গেছে তোমার ওয়েট, বেড়ে গেছে হাইট
পাল্টে যাচ্ছে তোমার স্বরুপ - অল ডে, অল নাইট।
পাল্টে যাচ্ছে চিন্তাধারা, পাল্টে যাচ্ছে মন
পাল্টে যাচ্ছে এদিক-সেদিক, পাল্টে যাচ্ছে ক্ষণ।
পাল্টে যাবার নিয়ম মেনে পাল্টে যাচ্ছো তুমি
পাল্টে যাচ্ছে সবার সাথে সম্পর্কের ফর্ম-ই।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব - বাড়ছে দূরত্ব
তোমার কাছে কমছে বাড়ছে কাদের গুরুত্ব?
একলা বসে আপন মনে একটু নেবে ভেবে?
কাদের ছেড়ে, কাদের ধরে তুমি ভালো রবে?
দিন বদলের খেলায় মেতে হয়োনা বেসামাল
আপন আপন নাও না চিনে - দিও না ছেড়ে হাল।
আত্মশুদ্ধির শুদ্ধচিন্তায় পাবে আনন্দ অপার
নষ্টচিন্তা বিনষ্ট হোক, জয় হোক শুদ্ধধারার।"


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।