কথা কাব্য সিরিজ- ১৬৬-১৭০
- ফয়েজ উল্লাহ রবি
বিনা কারণে বিনা অপরাধে মারছে-মরছে কতো মানুষ রোজ
তুমি-আমি রাষ্ট্র কিংবা মিডিয়া রাখি কী তার কোন খোঁজ।
রাতের শেষে ভোরে, সূর্য করে আলো
দূর করে দেয় রাতের যত্তোসব কালো।
কান্না খুশি করে ঝগড়া কে বেশি নামী
কান্না আছে তাই তো সুখ এতোটা দামী।
এই দেশ তোমায় কি দিয়েছে, রোজ করো তার হিসেব
তুমি কি দিয়েছ দেশকে ? নিজেকে ভাবছ বড্ড বড় সাহেব।
কম্পিউটারে লিখতে লিখতে হাতের লেখা যেন গেছি ভুলে
চার চরণ লিখেছি আজ অনেকটাই হেলে-দোলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।