রাত কাটে নির্ঘুম
- তানজির উদ্দিন
মনন মোহিনী রূপের মাঝে
বিচ্ছুরি যে আলো
শোভনি আকুল পারা
দেখা দেয় যে জমকালো ।
গ্রীষ্মের দেশে যায় যে হারা
ওয়া পায় না ঘুম
নিশি মাঝে জেগে ওঠে ওরা
রাত কাটে নির্ঘুম ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।