কথা কাব্য সিরিজ- ১৭১-১৭৫
- ফয়েজ উল্লাহ রবি

নীরব কান্না আর্ত চিৎকার শুধু হাহাকার
আজও বুঝলেনা তুমি, আমি যে তোমার।

ইদানীং দিনের চেয়ে রাত গুলো দীর্ঘ মনে হয়
দুঃখে পুকুর, নদী সাগর হয়ে খড় স্রোতা বয়।

সাদা কালো করে তফাৎ ফল পায়নি আজও কেউ
যিনি সৃজিলেন বিশ্ব জাহান, তফাৎ করেননি সেও।

ঘুমিয়ে আছে রাতের শহর আমি একা জেগে
তোমার স্মৃতির আবেশ এই অন্তরে মেখে।

ক্লান্ত বিকেল ক্লান্ত পাখি আসছে ফিরে নীড়ে-
তোমার হৃদয় জুড়ে আমি আছি থাকবো ঘিরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।