তোমায় ভালবাসা চাই [সম্পাদিত]
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে মায়াবিনী! হে মনোহারণী কন্যা
কবে কখন তোমায় ভালবেসি ফেলেছি
তা আমি নিজেও জানি না..
তোমাকে হাজার বার ভুলতে গিয়ে
লক্ষ বার প্রেমে পড়েছি!
তোমার হাসি,তোমার মিষ্টি সুর,
তোমার দীঘল কাল কেশ..
তোমার ডাগর-ডাগর আঁখি
বারংবার আমার দূষ্টির গোচরে
নৃত্য দিয়ে বলিতেছে
হে প্রেম রসিক তোমার স্পর্শ চাই।
আমি বাকরুদ্ধ হলাম
কিছুই বলিতে পারলাম না।কারণ মনটিকে এখনো ছুটি দাও নি?
হে অপ্সরা রূপবতী কন্যা
কবে তুমি তোমার মন কে
আমাতে বিলিয়ে দিবে...
আর কতকাল অপেক্ষা করব...
আমি যে অসুস্থ হয়ে পড়েতেছি...
তোমাকে ছাড়া নিঃসঙ্গ লাগে
সব থেকেও মনে হয়...
কিছু একটা নেই।
রাতে ঘুম হয় না বক্ষের অনল
দাউ দাউ করে জ্বলে
এপাশ-ওপাশ করে রাত কাটাই।
তুমি তো বোঝ না এ জ্বালা
শুধু খিল খিল করে হাস।
হে ললনা আর কত অপেক্ষা করব?
তোমার মন আমাতে কবে
বিলিয়ে দিবে.........
দিব্য দৃষ্টি দিয়ে তোমায় হররোজ দেখি
মনটারে অনেক বার বলে ছিলাম মেয়েটারে
ভুলে যা !কিন্তু হবে আর কিসে
দিব্য শক্তির সাথে মন আতাত করে ফেলছে?
কি করি তাই নিরুপায় হয়ে
তোমার দ্বারে আঘাত করি!
তোমাকে ভালবাসব বলে..
হে প্রেম প্রিয়সী আর কত অপেক্ষা করব
তোমার মন পাওয়ার জন্য!
আর কত রাতের ঘুম হারাম করব
তোমাকে পাবার আশে।
আর অপেক্ষা করতে পারব না
বক্ষে দাবানল শুরু হয়েছে!
একমাত্র তুমি পার এ দাবানল কে
প্রমশিত করতে নচেৎ মৃত্যু পুরীর
বাসিন্দা হতে চলেছি????
মাঝিড়া,শাজাহানপুর,বগুড়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।