কথা কাব্য সিরিজ- ১৭৬-১৮০
- ফয়েজ উল্লাহ রবি
আমার আমার করে কাটলো জীবন করলেনা তো আমার খুঁজ
বৃথাই কাটলো জীবন, হায়রে মানুষ! রয়ে গেলি আজও অবুঝ।
দু’চোখ তোমার পদ্মপুকুর পায়ে পায়ে বাজে নূপুর
গায় পাখি গান মধুর সুরে তোমায় দেখি সকাল দুপুর।
শূন্য আমার মনের ঘরে দিলে তুমি দেখা-
পূর্ণতায় আজ ভরে গেল, মন মন্দিরে তোমায় রাখা।
দুঃখ আমার চির সাথী খোঁজে আমায় জ্বালিয়ে বাতি
থাকেনা কেউ সঙ্গে যাত্রী, একাকী কাটে সব রাত্রি।
যদিও আমায় মনে নাই রাখ
চির কাল তুমি এ মনে থাক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।