ট্রেন কথন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আড়াইটার ট্রেন চারটায় আসিল
দেড়া ঘন্টা করল লেট!
শত মানুষের ভিড়ে পেলাম
বামনডাঙ্গার এক ক্লাস মেট।
বগুড়ার উদরে তিন দিন থেকে
হয়েছি নাজেহাল!
ট্রেনে চড়ে পাপ করেছি
এ দেখি মহাভেজাল।
৮৫টাকা দিয়ে টিকিট কাটলাম
ফাঁকা নেই কোন সিট,
মাথা দুলছে পা দুলছে
কখন জানি হয়ে যাই ফিট?
টিকেট কেটে দাঁড়িয়ে থাকতে
লাগছিল অসহ্য!
টিটি মশাই কে আবদার করতেই
ওনি বললেন ঐ ছেলেটা সোনাতলা যাবে
প্লিজ করুন একটু সহ্য।
আমার বগির অধিকাংশ লোকের
টিকিট নেই!
কেউ হল নেতা !কেউ হল স্টাফ
টিটি মশাই আর টিকিট
চাইল না এ্যাকিবারি চুপচাপ?
হকারের হুড়োহুড়ি
গরিব অসহায়ের পারা-পারি!
সব ঝামেলা উপেক্ষা করে
অবশেষে ফিরে এলাম বাড়ি?
২৮.৮.২০১৬
ট্রেনে বসে.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।