কথা কাব্য সিরিজ- ১৮১-১৮৫
- ফয়েজ উল্লাহ রবি
কাগজে কলমে করে চলে যুদ্ধ যুদ্ধ খেল
চাঁদ নাকি জ্যোস্না, কে জিতে কে ফেল।
চাঁদ জোছনা মিলে প্রেমের অমর কাহানী
মিষ্টি প্রেমের মধুর-- বাণী।
চাঁদ তারাতে খুঁজে সুখ প্রেমিক যুগল
জ্যোস্না হীন রাতের আকাশ আকুল।
ভাব আর ভালবাসা হয়ে গেল এক কাতারে
কি দারুণ চাঁদের আলোয় জ্যোৎস্না আহারে!
রাতের অভিশাপ যদি চাঁদ হয়
জ্যোৎস্না ---- কিছুটা তো ক্ষয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।