একটা রূপকথার মাঝে বৈরাগী
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
চিরদিন রূপকথা ছিল । মনের আয়নার মতো
তার কাছে শৈশব লালিত্য ঘুম ভিক্ষে দিয়ে
করিছিলুম প্রার্থনা । প্রার্থনার কোল ঘেঁষে
আপনার শির , গাত্র । কহিলে - গাত্রোন্থান কর ।
সবকিছু সেবার মুছেই গিয়েছিল। যাবার একটা প্রেরণা ছিল
চোখেমুখে অন্ধকার ঢেকে এসে
বিশ্বাস করো , আমি সেদিন রূপকথাই শুনেছি ।
তখনো ঘুম লেগে ছিল চোখে । আর বিলানো ঐশ্বরী দূতের বিছানায়
শান্তিপ্রিয় আমি একটা ঘুম যাবো বলে -
অনেক অনেক ভেবেছি । কিন্তু
হ্যাঁ....কিন্তু রূপকথাই শেষে মাটি করে দিল ।
আমার প্রেরণা নস্যাত্ করার এক
উত্কট কাব্য রচনা করেছিল । আর তখন
তখনো আমি গভীর ঘুমে ছিলাম । রূপকথা দেখছি ।
সহসা , মায়া ছিন্ন করে পালিয়েছি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।