কথা কাব্য সিরিজ- ১৮৬-১৯০
- ফয়েজ উল্লাহ রবি

ভাল লাগা, ভালবাসা যেন চাঁদ জ্যোৎস্না
মানুষ --- কবি কবিতায় করে আরাধনা।

চাঁদ সুন্দর, সুন্দর তার হাসি
জ্যোৎস্না আছে তাই ভালবাসি।

চাঁদ আর রাত একে অন্যের দেয় সাথ
আঁধার সঙ্গী করে! ভোর হলে আসে প্রভাত।

মন খারাপের দলে কাঁদে একা চাঁদের বুড়ি
জ্যোৎস্না হীন রাতের অনলে, একাই ফুঁড়ি।

ভাল লাগা, ভালবাসা এক ধরণের নয়,
চাঁদ মূল্য হীন, - জ্যোৎস্না যদি না রয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।