মৌন মননের দৃষ্টি হেথা
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
কোথায় এখন বাঁশী বাজে
কে শুনে ?কান পাতি-
কে বাঁশীর সুরে নব সাজে
কোন গানে ? ঐ প্রীতি ?
দিন শেষ , ওহে মঙ্গল বিধাতা আজি
আজি এসো এ প্রাণে মোর ধ্যানে আজি ।
দূরে সুর উঠিবে
কাঞ্চনে প্রাণ ভরিবে ,
নিত্য কাব্যের গোলা পাকায়ে
যাবে পুনরায় ও কাব্যে ভুলিয়ে ।
মঙ্গলে সুখ জাগে , বিধাতা
মঙ্গলে প্রীতি জাগে , বিধাতা-
কাব্যে মঙ্গল বাঁশীর লহর খেলে
গীতে মঙ্গল প্রহর কাটে খেলে দুলে;
বিধাতা
অহর্নিশি তুমি মঙ্গল বিধাতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।