আমার আকাশ
- আবরার আকিব - আমি

আশা নিরাশার কালো মেঘে ছেয়ে গেছে আমার আকাশ।
শুন্যে আমি অদৃশ্য শুন্য বহিতেছে হিম - হিম বাতাস।
চন্দ্রের পাড়ে, মেঘবল্লবের দ্বারে, সে কী শুন্যতা ?
স্বপ্নবিরাগী মনে, অপলক ধ্যানে, পাব কী পূর্ণতা?
তরী এসে ডুবে যায় শনশন বায়ু।
হেথায় বুঝি শুন্যে হারিয়ে যাবে আমার পরমায়ু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।