মোহ
- আবরার আকিব - আমি

অতৃপ্ত কোলাহল, মোহ মোহ দৃষ্টি।
মোহনিদ্র চলাচল, আহা কী সুকরুণ দৃষ্টি।
পথে ফেলে রেখে তাজা ফুল,
ফের যেন চেয়ে রয় চক্ষুযুগল।
ক্লান্তির অবসান,
চিতায় শুয়ে ভস্মে শ্মশান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।