বেজে ওঠে সাঁঝের সানাই
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
বেজে ওঠে সাঁঝের সানাই,
গাঁয়ে যেতে পথের ধারে
ময়না, চড়ুই সারে সারে,
সকাল হলে উড়ে বেড়ায়
সন্ধ্যা হলে ফেরে বাসায়।
তাল খেজুর গাছের পাতায়,
বাবুই পাখি লেজটি নাচায়।
দোয়েল কোকিল গান গায়,
কাকেরা ডাকে আঙিনায়।
রোজ সকালে সূর্য ওঠে,
দিঘিতে শালুক ফোটে,
গরুগুলো জোরে ছোটে,
রাখাল চলিছে গোঠে।
পথের পথিক পথ চলে
ছায়ায় বসে ক্লান্ত হলে।
অবশেষে পড়ে বেলা,
বালকেরা করে খেলা।
সূর্য ডোবে আঁধার নামে,
ঢাক বাজে আমার গ্রামে।
মন্দিরেতে ঘণ্টা বাজে,
সানাই বাজে পাড়ার মাঝে।
বেজে ওঠে সাঁঝের সানাই,
নিশুতি রাতে ঘুমায় সবাই।
পাড়ার মাঠে শেয়াল ডাকে,
পাহারাওয়ালা রোজ হাঁকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।