কথা কাব্য সিরিজ- ১৯৬-২০০
- ফয়েজ উল্লাহ রবি
চাঁদে আলোকিত পৃথিবী, আসলে চাঁদেরই নেই আলো,
জ্যোৎস্নার আলো আছে তাই তো হাসে নিশি কালো।
আঁধারে কাঁদে অবুঝ হৃদয়, হন্য হয়ে ছুটে,
যদি জ্যোৎস্নায় কিছুটা আলো ধার জুটে।
মন্দের বাজারে একটু আলো অনেক দামী মেলা বড় দায়,
রাতের অভিশাপ যদি চাঁদ হয়, জ্যোৎস্না তার উজ্জ্বল ছড়ায়।
আপনার নেই কোন শক্তি-ক্ষমতা যদি সূর্য আলো না দেয়,
আলোহীন চাঁদে কাব্য হয় দেদারছে, সূর্য থাকে অভিমানে।
যদি জ্যোৎস্না হীন থাকতো চাঁদ কাব্যের সামনে থাকতো বিশাল বাঁধ,
কবি হারিয়ে যেত আঁধারে জ্যোৎস্না ফিরিয়ে দিয়েছে কবিতায় কবিকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।