কথা কাব্য সিরিজ- ২০১-২০৫
- ফয়েজ উল্লাহ রবি

কি দিয়ে কি লিখিব মধ্যবিত্তের জীবন গাঁথা
লাখ টাকারই স্বপ্ন দেখে শুয়ে ছেঁড়া কাঁথায়।

মধ্যবিত্ত জীবন মানে ছোট ছোট স্বপ্ন দেখা
সাধারণ ভাবে কোন মতে শুধু বেঁচে থাকা।

মধ্যবিত্ত! জীবন শূন্য বুকে আকাশ পানে চেয়ে থাকা,
নানা রঙ্গের দুঃখ গুলো বুক পকেটে জমিয়ে রাখা।

নূন আনতে ফান্তা ফুরায় দেখে না কভু ঘি,
বিরিয়ানি মাংস কাকে বলে কতদিন গরীব দেখেনি।

চারপাশ শুধুই আঁধার মধ্যবিত্ত জীবন
নূন আনতে ফান্তা ফুরায় দুঃখের বাঁধন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।