গভীর রাত্রি শয়নে বিমুগ্ধ চিত্ত
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
দীপ জ্বালাও । দ্বীপ জ্বালাও ।
ওহে মঙ্গল দেবী , দ্বীপ জ্বালাও ।
আজি এ মঙ্গল প্রহরে
নিরাল রাত্রিতে থাকি ঘরে ,
কে কাঁদে ? কে কাঁদে ?
প্রহরের গতিতে বাদ সাধে ।
কে ? মঙ্গল প্রহরে কে জানে ?
কে জানে কারে ?
ওহে ও মঙ্গলিনী-
মঙ্গল দ্বীপ জালায়ে রাত্রিরে
ও শয়নে গভীরে ও অন্দরে;
চিত্তের প্রীতির দুয়ারে খিল দাও
হেথা চিত্তের মঙ্গলে দ্বীপ জ্বালাও|
শয়নে মঙ্গল প্রীতি জাগুক
ও রাত্রির মন্দিরে ,
গুণ্ঠনে মঙ্গল গীতি বাজুক
ও রাত্রির এ প্রহরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।