দাম্ভিক
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমার অপূর্ব সাজে উদ্বেলিত প্রকৃতি ,
দিগন্ত জানায় অদ্ভুত অভিবাদন ;
বৃক্ষরাজি ডালপালা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে ,
নদী উল্লসিত হয়ে ঝরনা হয়ে যায় ,
আর তুমি নীলবসনা হয়ে নিজেকে মেঘ মনে করো ,
দাম্ভিক হয়ে উড়ে চলে যাও আকাশের উপর দিয়ে ;
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।