সাঁঝের আকাশে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

সাঁঝের আকাশে
চাঁদ তারা হাসে
জোছনা পড়ে ঝরে,

জননীর কোলে
ছোট শিশু খেলে
মাটির কুটির ঘরে।

আকাশ জুড়ে
জোছনা ঝরে
সুনীল আকাশ থেকে,

দখিন পানে
বাঁশ বাগানে
উঠলো পেঁচা ডেকে।

সাঁঝের তারা
হয়ে দিশেহারা
মিটি মিটি চোখে চায়,

জননীর গায়ে
দুই পা ছড়ায়ে
খোকন সোনা ঘুমায়।

রাতি নির্জন,
ঘুমায় ভুবন
মা শুধু জেগে রয়,

রাতের শেষে
প্রভাত আসে
নতুন সকাল হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।