ফের নিলাম হয়েছি চৈত্রের কাছে
- নাহিদ সরদার

ফের নিলাম হয়েছি চৈত্রের কাছে
মো : নাহিদ সরদার
সেই গ্রীষ্মেরর দুরন্ত এক দুপুর
আমার মাটির বারন্দায় তুমি এলে,
আমি দিতে চাইলাম মাটির পরশ
আর তুমি চাইলে আবেগ।
আমি বললাম আবেগ পুড়েছে সে বছর,
তুমি বললে তবুও চাই
অামি বসন্তের ফুল,ফল
আর পাখিদের কাছে দেনা হলাম
একমুঠো আবেগের বিনিময়ে।
এখন তোমার চেতনা ফিরেছে
বাস্তব গিয়েছো বুঝে,
আর আমি দেনাদার তাই
নিলাম হয়েছি ফের চৈত্রের কাছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।