গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
গাঁয়ের মাটি
সবুজ খাঁটি
মাটিতে সোনার ফসল ফলে,
ফকির ডাঙায়
গাছের ছায়ায়
ফিঙে পাখি নাচে দলে দলে।
গাঁয়ের মানুষ
বেজায় অবুঝ
করে জীবনযাপন সাধারণ,
গাঁয়ের চাষী
কাঁদছে বসি
ঠকিয়েছে তাকে মহাজন।
এই গাঁ আমার
এ মাটি আমার
এই মাটি আমার স্বর্গধাম,
গ্রামবাসী গণ
আমার আপন,
চির সবুজ আমার গ্রাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।