তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৩৩
- অনির্বাণ মিত্র চৌধুরী

কেউ রাখে না খোঁজ
মনের খবর রোজ
কোন গলিতে হচ্ছি যে নিখোঁজ।
বুকে ব্যথার বোঝ
বাড়ছে দ্বিগুণ রোজ
নিরাশার চরে চলছে ভুঁড়ি-ভোজ।

আজ সবকিছু বিপক্ষে
নিষ্প্রভ হৃদি চক্ষে
তাকিয়ে আছি সবার অলক্ষে।
টানছে কষে যক্ষে
নেই বুঝি আর রক্ষে
হারিয়েই যাবো স্মৃতির আবক্ষে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।