নগ্ন মিছিল
- মুহা. মোতালেব হোসেন - অথৈ শব্দের কোলাহল ১৯-০৪-২০২৪

সোনালী দ্বীপের নগ্ন মিছিলে আমিও যোগ দিয়েছি- বুঝাতে চেয়ছি, জানাতে চেয়েছি; কোনটি সঠিক, কোনটি বেঠিক? কিন্তু... বুঝাতে জানাতে না পেরে দুঃখ, কষ্ট, যন্ত্রনা নিয়ে মন্ঞের এক পাশে বসেছি আহত পাখি হয়ে । যারা নাকি বাংলার মানচিত্র চুষে, ক্ষুধার্ত প্রাণ চুষে, স্বাধীনতা হরণ করে, মাতৃগর্ভে শিশুর নাকে গুলি করে; তারাই...রাজা কিংবা রাণী- ভন্ডের প্রলাপ শুনে বজ্জাতেরা হাতে দেয় করতালি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 14টি মন্তব্য এসেছে।

MOTALEB
১৪-০৯-২০১৭ ২২:২৯ মিঃ

সুহৃদ কবি, মোঃ আব্দুল্লাহ আল মামুন; দারুন দ্রোহের কবিতা লিখেছেন । আপনার কলম চালিয়ে যান । অন্যায়ের কাছে যেন আপনার কলম থামেনা । প্রয়োজনে.....।

MOTALEB
১৪-০৯-২০১৭ ২২:২৪ মিঃ

সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

almamun1996
১৩-০৮-২০১৭ ২২:৫৩ মিঃ

নষ্ট সময়
========
আল মামুন
========
চারিদিকে সময়টা হিংস্র
শকুনের মুখে মানুষের মাংস।
মানুষের মুখে মানুষের মাংস
দেহে রক্তের দাঘ ।
নাকে রক্তের ঘ্রাণ।
কাণে নারীর চিৎকার ।
পশুদের কাছে বোন হচ্ছে বলাতকার
নাকে আসে ঘামের ঘন্ধ ।
শ্বাস নিতে কষ্ট হয় ।
দম হল বুঝি বন্ধ ।
চোখ খুলতে কষ্ট হয়।
তাই চোখ করেছি বন্ধ।
"
নষ্ট সময়, নষ্ট ঘড়ি ,
নষ্ট মন , নষ্ট বাড়ি ।
জীবন চলছে,
এক চাকার ট্রেন হয়ে।
কলম গেছে থেমে ।
পথে শকূন এসেছে নেমে।
সয়তান করে নৃত্য।
খেলা দেখছে রাজার ভূত্য।
'
কলম হয়ে গেছে বিক্রি ।
লেখকরা করে এখন চাকরি ।
কবিতা লিখে যত ঘাস ,ফুল পাতা ।
ভালবাসার যত মিথ্যা কথা ।
মিথ্যা স্বপ্নে ডুবেছে সবাই।
সবাই তো নাটাইয়ে বাধা ঘুড়ি।
নাটাই তো একজনের হাতে ।
সেই মারছে হাতে আর ভাতে ।
,
,
চোখে তো দেখি না কিছু।
দেখি যা দেখানো হয়।
মাথায় তো নেই কোন গিলু ।
বুঝি তা যা বুঝানো হয়।
দুধ দিয়ে খাও খিচুরী,
মাংস দিয়ে খাও চচ্চরী।

MOTALEB
১৩-০৮-২০১৭ ১৩:৪০ মিঃ

মন্তব্যকারী সব সুহৃদ কবিকে হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ।

M2_mohi
১৬-০৬-২০১৭ ০০:৩৮ মিঃ

অনিন্দ্য সুন্দর ভাবনা ও সুন্দর চিত্রকল্প

AtamMia
০৬-০৬-২০১৭ ২০:৪৭ মিঃ

বেশ বলেছেন কবি।চরম দ্রোহের কবিতা।ভালো লাগলো।

MDArifHossain
০৬-০৬-২০১৭ ০৫:৫১ মিঃ

ভালো লেগেছে কবি।

baanna
৩০-১১-২০১৬ ২২:১০ মিঃ

দারুণ

MOTALEB
২৭-০৯-২০১৬ ২২:২৬ মিঃ

দু'টোই খুব জরুরী । কারণ নতুনদের বাদে পড়ে কোন লাভ হবে না । আর যারা পূরাতন তাদের তো পড়তেই হবে । একটা কথা আছে সময়ের উপযোগী সময়ের কাজ করে যাও মানে তুমি অতীত নিয়ে কাজ করার দরকার নেই আবার ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো মানে হয় না । সমসাময়িক নিয়ে সবার জন্য কাজ করো আগামী ভবিষ্যৎ তোমাকে সালাম করবে । আমার কথায় কোথাও ভুল হলে ক্ষমা করবেন আশা করি ।

robinhmehedi
২৪-০৯-২০১৬ ১৩:২৩ মিঃ

নতুন কবিদের লেখার চেয়ে অন্যদেরটা পড়া বেশী জরুরী।

MOTALEB
২০-০৯-২০১৬ ২২:২৪ মিঃ

সিমাহীন ধন্যবাদ

saif
২০-০৯-২০১৬ ১২:৩৯ মিঃ

দারুণ বিদ্রোহ।

" মঞ্চ " হবে

saif
২০-০৯-২০১৬ ১২:৩৯ মিঃ

দারুণ বিদ্রোহ।

" মঞ্চ " হবে

MOTALEB
১০-০৯-২০১৬ ০০:৩৮ মিঃ

আমরা যদি যথারীতি প্রত্যেকের কবিতায় মন্তব্য করতে পারি তাহলে আমাদের ভুলভ্রান্তিগুলো চোখের আড়াল হতে পারবে না । আমরা যারা এই সাইডে নতুন তাদের কবিতা প্রত্যেকেকে দেখা এবং মন্তব্য করার প্রতি আমন্ত্রন রইল । আপনাদের সুস্থ সমালোচনা আমাদের পথের পাথেয় হোক ।