কথা কাব্য সিরিজ- ২২৬-২৩০
- ফয়েজ উল্লাহ রবি

বুকে মাঝে বসে তুমি, মার বুকে চুরি
সেই তুমি আবার দেখাও সিনাজুড়ি।

বুকের মাঝে জ্বলে আগুণ নিভেনা তো জলে
ধুকে ধুকে জ্বলছে হৃদয় তুষেরই অনলে।

তার চোখ আছে, কান নেই, তাই দেখে না চোখে,
কিসের অভাব বলতে পারে না, কথা বলার মুখে।

যে শিল্পীর হারিয়ে গেছে তুলি, সে কী আঁকবে ছবি,
শব্দেরা অনশনে! তাই কবিতা লিখছেনা প্রিয় কবি।

সময়ের স্রোতে যেন বেয়ে গেছে সু-পুরুষ, তাই রমণী কাতর,
রাজনেতা লজ্জ্বায় ডাকে না বধন, তাঁতী পায়না ডাকতে গতর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।