কথা কাব্য সিরিজ- ২৩১-২৩৫
- ফয়েজ উল্লাহ রবি

রাজনেতারা অন্ধ আজি লোভ-লালসায় বন্ধি,
সাধু সাজে সমাজে, রাতের বেলায় করে সন্ধি।

জীবনের দশটি বছর কাটিয়ে দিলাম প্রবাসে
কি পেলাম, কি হারালাম, ভাবছি বসে বসে।

এই জীবনের সেই সময়টি যায় না পাওয়া ফিরে
সব কিছু যে অচেনা লাগে, চেনা মানুষের ভিড়ে।

ঘুমে-ঘুমে কাটিয়ে দিলে জীবনেরই আধা সময়,
সেই স্বপ্নে দেখা সুখ গুলো কি, করেছিলে জয়।

দুই হাতে চলছে লুটপাট নেতা থেকে কর্মী,
এই চুরির স্বভাব আজন্মকাল চাটুকার মূল ধর্মী।

.
শুক্রবার ২৫ ভাদ্র ১৪২৩,
০৯ সেপ্টেম্বর ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।