শারদ প্রভাত ও সন্ধ্যা
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা
আজি এ শারদ প্রভাতে,
কচি সবুজ ধানের খেতে
প্রভাত হাওয়া প্রাণে পুলক জাগায়।
শিশির ঝরে সবুজ ঘাসে
রবির কিরণ পড়ে এসে
মুক্তো ঝরা শিশির ঘাসের আগায়।
পদ্ম শালুক দিঘির জলে
আসে অলি দলে দলে
ফিঙে পাখি বসে খেতের আলে,
বক ওড়ে ঝাঁকে ঝাঁকে,
হনুমানটি বসে থাকে,
লেজ ঝুলিয়ে বাবলা গাছের ডালে।
বেলা ক্রমে বাড়তে থাকে,
বধূরা সব কলসি কাঁখে,
জল নিতে আসে অজয় নদীর ঘাটে,
বিকাল হলে পড়ে বেলা
ছেলেদের ফুটবল খেলা,
চলতে থাকে বাগদী পাড়ার মাঠে।
সূর্য ডোবে অবশেষে,
আকাশের তলে মেশে
আঁধার নামে নদীর ঘাটের কাছে,
সাঁঝের তারা আকাশে
শংখধ্বনি ভেসে আসে
ঢাক বাজে, কাঁসর বাজে মন্দির মাঝে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।