সস্তা স্বপ্ন
- দন্তস্য সিফাত
শুকতারার মত শেষরাতে আমার ঘরে মোম জ্বালিও কোন একদিন,
শহুরে লোডশেডিং এ ভুল করে, আমার জোনাকি হউ একদিন !
তোমার সুখে আসো একসাথে ভিজি কোন একদিন,
স্মৃতির পুকুরে ডুব দিয়ে শামুক তুলি একদিন !
আমার রাস্তায় ভুল করে ঘ্রান ছড়াও কোন একদিন,
দেয়ালের কোনায় চড়ুই পাখির সংসার দেখতে আসো একদিন !
কেঁদে কেঁদে আমায় ভেবে হেসে ফেলো কোন একদিন,
আমার ছবি বুকে রেখে ঘুমিয়ো একদিন !
আমায় নিয়ে কবিতা লিখো কোন একদিন,
হঠাত করে ফুল নিয়ে কড়া নাড় একদিন !
আমার কাছে লেখা চিঠি ছিঁড়ে ভাসাও কোন একদিন,
ভুল করে ফোন দিয়ে ভালবাসি বলো একদিন !
তোমার টেডি কে আমার নামে ডাকো একদিন,
ভুল করে আরেকবার ডেকে নাও একদিন !
ভেজা চুলে আমার শার্ট ভেজাও একদিন,
কেঁদে কেঁদে আমার কাঁধে ঘুমিয়ো একদিন !
সব ভুলে আবার জড়িয়ে ধরো কোন একদিন,
মিথ্যা হলেও বলো, 'অনেক ভালবাসি' একদিন !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।