আদিম ইতিহাস
- শাওন সারথি - উড়ন্ত ভাবনাগুলি
সহস্র কোটি বছর পূর্বেই
আমার আবির্ভাব ঘটেছিল!
তার পরে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে,
অরণ্যের হৃদয় লুণ্ঠিত হয়ে
সেই খানে বপিত হয়েছে সভ্যতার বীজ!
নারীর ভালবাসার টানে গুহা থেকে পালিয়ে গেছে
আদিম মানুষ গুলো।
পুরুষগুলো সব শিখে গেছে
কি করে ভালবাসতে হয় নারীকে!
যদিও তারও আগে
ভাসমান মহাদেশগুলো খণ্ডিত হয়ে গিয়েছিলো।
সদ্য প্রসূত উত্তপ্ত পৃথিবী
নারীর ক্রমবর্ধমান উপেক্ষার আঘাতে আঘাতেই
শক্ত পাথর হয়ে গিয়েছিল।
হিংস্র সব ডায়নাসরেরা বিলুপ্ত হয়ে গেছে
নারীকে ভালবাসার শর্তে।
সহস্র কোটি বছর পূর্বেই
আমার আবির্ভাব ঘটেছিল!
…….শাওন সারথি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।