অঙ্গার প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কষ্ট গুলো উপর্যুক্ত
ধর্ষণ করে চলছে!
আর বক্ষে অগ্নিশিখা
দাউ দাউ করে জ্বলছে।
আমি জ্বলছি,জ্বলছি! জ্বলছি!
সকাল-সন্ধ্যা-সাঝঁ বেলায়
হররোজ জ্বলছি?
প্রেমানলে জ্বলছি
বাবা হারানোর কষ্ট জ্বলছি,
মনোহারিণী কন্যার ছোঁয়া
পাবার আশে জ্বলছি।
আমি জ্বলছি, জ্বলছি! জ্বলছি
নিরবধি জ্বলছি।
হে প্রেম দেবী সান্ত্বনা কি
পাব না কোন দিন
কি দূর্বিষহ যন্ত্রণা!
ইতিঃপূর্বে উপলব্ধি করতে পারি নাই।
হে প্রেম দেবী
আর ভণিতা কর না
নিস্তব্ধ থেক না,
প্রিয়ংবদা ললনার
সাক্ষাত লাভের সুযোগ করে দাও?
রচনাকালঃ
১৪.৯.২০১৬
১১.৩০মিনিট
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।