অস্পষ্ট কুয়াশা
- শাওন সারথি

তবুও কোনদিন জানবেনা
কতটা ভালবাসিয়াছিলাম সেই নারীকে!
নিগূঢ় এমন হেমন্তের রাতেই
যে চাঁদ লুপ্ত হয়েছিল অনাদিকালের পথে।
পৃথিবীর প্রানের পর,
উষ্ণ শ্বাসের প্রাচুর্যটায় কিংবা
আমাদের মৈথুনের আলিঙ্গনের উষ্ণতায়
ঝাউএর শাখায় অস্পষ্ট হিম জমা হলেই
বলে দেওয়া যেত আরও কিছুটা চুম্বনের শব্দ।
তবুও সেই নারী কোনদিন জানবেনা
কতটা ভালবাসিয়াছিলাম সেই নারীকে!


......শাওন সারথি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৬-১১-২০১৪ ১৯:৪৯ মিঃ

কবিতায় সাধু ভাষা ব্যবহার করাটা বোধ হয় ঠিক হয় নি।

০৬-১১-২০১৪ ১৮:০৫ মিঃ

চমৎকার কথামালা